আমি মোমবাতি হতে চাই,
নিজেকে পুড়িয়ে অন্যকে
আলো দেওয়া আমার প্রতি-
নিয়তই কাজ। দমকা হাওয়া
এসে নিভিয়ে দিয়ে যায়,
আমার অবাঞ্ছিত ভবিষ্যত।
তবুও আমি জ্বলে ওঠি নিভু
নিভু করে। আবার আমাকে
মাথা তুলে দাড়াতে দেয় না।
সমাজ আমাকে ঠেলে দেয়
অন্ধকার গলিতে। একা আমি
নিরুপায় তবুও, আমি আলো
দিয়ে যাবো অন্ধকারকে অনুভব
করার জন্য অপেক্ষায় থাকবো
উন্মোচিত হবে এক দিন সমাজের
অন্ধকার। আমি হাজার বার মোমবাতি
হয়ে জ্বলবো,আর নিজেকে বার বার
গলিত করবো পৃথিবীর মানুষের জন্যে।
আমারাও মানুষ আমাদেরকে
বাঁচতে দাও বাঁচতে দাও!
2023-12-17