যারে বাসিলে ভালো
তারে ডরিলে কেনো ?
বিষাদে বাধিল মনে,
অকারণে তোমায়
সুধাইবো কেনো ?
বিপন্ন হোক,
প্রেমের মিলন সুধা।।
অস্তমিত হোক
প্রেমের প্রমাদ।
তোমাকে সুধাইলে
মিলবে কি
প্রশ্নের অবসান ?
2023-12-17