বাংলা কবিতা, ফ্লয়েড কবিতা, কবি অনন্ত আরাফাত - কবিতা অঞ্চল
4.3/5 - (6 votes)

ফ্লয়েড, তোমার থেকে অনেক অনেক দূরে
যেখানে সাদা আর কালো নিয়ে মারামারি
নাই, এই রকম একটা দেশে আমরাও শ্বাস
নিতে পারি না! আমাদের বলা হয়, করোনা
নিয়ে যুদ্ধে আমরা অনেক অনেক অগ্রসর,
এই অগ্রসর রাষ্ট্র ব্যবস্থাও আমাদের গলায়
পা দিয়ে রাখে। তোমার মতো আমরাও চুপ
করে করোনাযুদ্ধে সফলতার গল্প শুনতেছি!

অথচ, আমরা বলতে পারি না, আমার ঘরে
খাবার নাই! আমাকে খাবার দেও, সরকার
বাহিনী আমাদের গলায় পা দিয়ে রাখছে…
ফ্লয়েড, আমরাও নিশ্বাস নিতে পারছি না!

ফ্লয়েড, তুমি তো তাও বেঁচে গেছো! তোমার
নিশ্বাস বের হয়ে আল্লাহর কাছে চলে গেছে,
তুমি আল্লাহর কাছে বিচার দিতে পারবা…

আমরাও আল্লাহর কাছে বিচার দিতে দিতে
বড় বেশি বিচারক্লান্ত! আল্লাহও মুখ ফিরায়
নিছে প্রায়! অথচ, আমাদের বাসায় খাবার
নাই, বাস ভাড়া দ্বিগুণ। চাকরি-বাকরি চলে
যাইতেছে প্রতিদিন। অলরেডি কারো কারো
বেতন অর্ধেক হইয়া গেছে, কারো কারো ত
চাকরিই নাই! ফ্লয়েড, তোমার মতন আমরা
অত কালাও না, আমরা সবাই প্রায় একই–

একই রকম গৌর বর্ণ চামড়ার নিচে আমরা
তবুও একই রকম না। ফ্লয়েড, তোমার মত
আমরাও গলায় পারা দেওয়া অবস্থায় শুয়ে
আছি। আমাদের নিঃশ্বাসও তোমার মতন
আটকায়া আছে। আমরা সবাই একই রকম
নির্যাতিত মানুষ। ফ্লয়েড, তোমার ভাগ্য বরং
ভালো, তুমি আল্লাহর কাছে চইলা গেছো…

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments