সাড়ে ছয়দিন পর শহরে ফিরে দেখি
প্রেমিকা ঘুমাতে গেছে সিডাটিভ
খেয়ে, প্রেমিকাদের মনগুলো ও’রকম…
একশ বছর প্রণয়িনীর চোখের দিকে
তাকিয়ে থাকবার পর চোখ ফেরালেই
দেখবেন, ভুল হয়ে গেছে। প্রেমিকাদের
চোখে আজকাল সবকিছু নিপাট ভুল।
একটা সুন্দর ভুল গলাধঃকরণ করে
আমরা পথ চলছি প্রতিনিয়ত…
পৃথিবীর সবচাইতে সুন্দর ভুল- প্রণয়িনী!
আমরা প্রেমিকার বুকে হাত রেখে ভুল
করি। ঠোঁটে, শরীরে, আমরা প্রেমিকার
সমুদ্রে স্নান করে ভুল করি। পুরুষেরা
আজন্মকাল ধরে ভুল করে আসছে
নারীর শরীরে স্নান করে। প্রণয়িনীর
চোখের দিকে তাকিয়ে থাকলে প্রতিটা
পুরুষের ভুল হয়ে যায়, খুব ভুল হয়ে যায়।
সাড়ে ছয়দিন পর শহরে ফিরে দেখি
ভুল হয়ে গেছে। খুব ভুল হয়ে গেছে…
2020-01-04