বাংলা কবিতা, দূর্বাঘাসের হৃদয় কবিতা, কবি অনন্ত আরফাত - কবিতা অঞ্চল
3/5 - (1 vote)

এইসব গাঢ়তর মান-অপমানবোধ নিয়া তবুও
আমরা পথ চলি, এই রকম চলতে হয়…  

তবুও, একটা বিষণ্ণ দূর্বাঘাস মন খারাপ করে
কোথাও না কোথাও বসে থাকে। ছোট এক
কণা দূর্বাঘাস, যাকে কেউ হয়তো চিনেও না,
কিংবা কেউ কেউ হয়তো চিনে, না চিনেই
হয়তো কোনো কোনো গরু মাড়ায়া যাচ্ছে… 

ছোট হোক, তবুও দূর্বাঘাসটার মনে হয়, সেও
ঘাসেদের রাজ্যের কোনো একজন, কিংবা
কেউ না হোক, তবুও, কেউ কেউ তো অযথা
মাড়ায়া যাচ্ছে বলে বেচারা বিষাদগ্রস্থ হয়! 

এইসব মুখচোরা দূর্বাঘাস দেখে আমরা কেউ
কখনো বুঝতে পারি না, একটা সবুজ হৃদয়
ভেঙে যাচ্ছে। হৃদয় ভাঙার বেদনা–তবুও তো
মানুষেরা কিছু কিছু বুঝতে পারে, তাদেরও
হৃদয় আছে, আর সেইসব হৃদয় কখনো না
কখনো হঠাৎ হঠাৎ ভাঙে, ভেঙে গুড়া গুড়া
হয়, তবুও অন্য কোনো হৃদয়, এইসব নরম
নরম মূঢ় দূর্বাঘাসের হৃদয় মাড়াতে থাকে… 

মাড়ানো হৃদয়ের এইসব মান-অপমানবোধ
নিয়া আমরা পথ চলি, আমাদের চলতে হয়!  

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohammad Salah Uddin
Mohammad Salah Uddin
2 years ago

আমরা ই দূর্বাঘাসে পরিনত আজ!