এই পাপ আজকের নয়
ক্ষোভে ডুবিয়ে রাখা দুচোখ
এবার নিংড়ে নাও, জন্মান্তর।
মাটি থেকে মাটির কোটরে
ঘাসের মতো উদ্ভিদ হয়ে
কখনো গুঙিয়ে, কখনো প্রসাধনের কঙ্কালের ভিতর
শুধু খুঁজেই চলেছি তোমায়।
এক আর্ত বিস্ময় এই শরীর,
ছড়ানো আসবাবের মতো, পরে আছে
তালাবন্ধ হাড়গোড়ে ।
খুঁজে দেখো তুমি,
জামার অভন্তরীন বুকে
এখনো লেগে আছে
মনকেমনের ধান?
2023-08-24