বাংলা কবিতা, সেই অক্ষরবৃত্তে ঘুরেফিরে একটি শব্দ কবিতা, কবি তিলক দাস - কবিতা অঞ্চল
Review This Poem

কিশোর বয়সের সীমান্ত পেরিয়ে যুবক বয়সে এসে তোমার স্পর্শ বড্ড ডাকছে
ওদিকে হৃদয়ের চিলেকোঠায় রঙিন স্বপ্নিল ঘরে তোমায় নিয়ে কবিতা লিখছি,
তোমার প্রেমের স্পর্ধা আমাকে মুক্তি দিবে তাই প্রতিরাতে স্নায়ুগলো চিৎকার করে
তুমি আসবে আসো আমি অশান্ত থেকে শান্ত হবো তোমার বুকে প্রেম শব্দটি লিখে।
সাগরের ঢেউ নয় আমি বিশ্বাসীবাদ গড়তে চাই তোমার বক্ষসমুদ্রের কেন্দ্রবিন্দুতে
ওখানে প্রেমের সফল নোঙর হবে সেই নোঙরে কবি হয়ে প্রেমের গানে বৃষ্টি দিবো,
সেই সমুদ্রে প্রেমের সুনামিতে তোমার মেরুন শাড়িটি হবে উশৃঙ্খলতার সফল পতাকা
উড়ে যাবে বাধা শব্দের অংশগুলো ছিঁড়ে দিবে মনের মিথ্যেসূতোর বাঁধনটা।
তোমার কালো ব্লাউজটি সমুদ্রের উত্তাল ঢেউয়ে পরাজিত হয়ে প্রেম হবে অপরাজিত
তারপর শক্তহাতে জড়িয়ে ধরে প্রেমসিক্ত করবে প্রেমেরজলে তেষ্টা মেটাবে,
তোমার বিকিনি বাঁধনছেঁড়া আনন্দে মেতে উঠবে পরাস্ত নগরে বাসিন্দা হবে
তোমার নাভিযুগে সৃষ্টি করবো এক সত্যঘটনার প্রবাহমান নীরবস্রোতের প্রেম।
উথালপাতাল ঢেউয়ে নেচে উঠবে দুই পৃথিবীর সঙ্গমে স্নান হবে শান্তির স্নান
ঝুলনযাত্রা হবে দমকা হাওয়ায় ভেঙে যাবে অবসরের অব্যক্ত পাঠশালা,
আমি কবিতা লিখে সেই পাঠশালাকে দিয়ে যাবো প্রেমসত্যের অক্ষরবৃত্ত
সেই অক্ষরবৃত্তে ঘুরেফিরে একটি শব্দ উচ্চারিত হবে প্রেম প্রেম শুধু প্রেম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments