বাল্ব
মাঝরাতে একটা বাল্ব
ছট্ফট্ করছে অনেকক্ষন
আমার মতই খানিকটা।
এই মরা গ্লোব এর ভিতর
দম বন্ধ হয়ে আসছে,
বাইরে অনেক টা আলো,
আমি আলো গিলতে গিয়ে
অন্ধকার গিলছি প্রতিনিয়ত,,
ভুল করে নয়, ইচ্ছাকৃত ,
তবে
এর কারণ আমার জানা নেই ।।
বাল্ব
মাঝরাতে একটা বাল্ব
ছট্ফট্ করছে অনেকক্ষন
আমার মতই খানিকটা।
এই মরা গ্লোব এর ভিতর
দম বন্ধ হয়ে আসছে,
বাইরে অনেক টা আলো,
আমি আলো গিলতে গিয়ে
অন্ধকার গিলছি প্রতিনিয়ত,,
ভুল করে নয়, ইচ্ছাকৃত ,
তবে
এর কারণ আমার জানা নেই ।।