4/5 - (1 vote)

জলজ জন্মের প্রতিবেশীরা ডুবসাঁতারে বহুদূরে
ঝিনুক কুড়ানোর সফল উছিলায় হারিয়ে গেছে। আজো
বকেয়া বাতাসের চপল ত্রিসীমানা আমাকে ঘুরেঘুরে
যত্নে রাখে খুব। সিঁদুরে সন্ধ্যায় এখনো বুঝি সাজো

নিতল লাল টিপে? রজনীগন্ধার জোছনা-দাবানলে
রূপসী লাবণ্যে বৃষ্টি পুড়েছিল। বাস্তু সাপদের
বন্ধ্যা প্রশ্বাসে জড়িয়ে যায় রাত। বকেয়া কৌশলে
পাচার হয়ে যাক ব্যথার বেহিসাবি অগ্নিকুন্ডের

বেহায়া বেশভূষা। হারাক ডানা মেলে সুড়ঙ্গের দেশে!
আমি কি প্রকৃষ্ট দাহ্য বস্তুর উদাহরণ! তাই
দহন করো ওই তোমার দৃষ্টিতে আমাকে ভালবেসে
দেখেছি দেহলিতে– অথই উড়ছিল হাততালির ছাই।

আমির খসরুর গীতল কোনো তোতা আমারো ছিল নাকি?
থাকো তো কাছে। ক্ষণে কোথাও চলে যাও। কেন যে হোলে পাখি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments