Review This Poem

ক্লান্তি কোনো দানো! আমাকে মুঠে নিয়ে অন্ধকূপে ছোঁড়ে
বন্ধ দোর মেলে অন্ধকার ঠেলে ফিরব নয়া ভোরে।

কবিতা বুঝি বাড়ি? মোরগঝুঁটি-বেলা উঠোনে মাখামাখি
ছায়ারা কাহ্নপা। আলোর গিরিখাদে মায়াতে সাঁতরায়
গাছের মতো কত শিকড়ে জয়গান সেলাই করে রাখি
অচেনা জনস্রোত কোথাও দূরদেশে চলেছে অজানায়।

যুদ্ধ-মহামারি দেবে কি রুখে প্রাণ? বন্যা উদ্ধত
অতলে ডুবেছি তো, কবিতা এসে হাত ধরেছে অন্তত।

অমোঘ স্বর্গের তালাসে থাকি নি কি? হঠাৎ থেমে পড়ি
কবিতা, তোমাকেই পড়ল মনে যেই, তোমার দিকে যাই
পঙ্খিরাজ ঘোড়া চেপেছি। ভুল কোরে অকূলে নেমে পড়ি
চোখের রোগ সারে যে-বৃষ্টিতে, আহা নামুক আইঢাই।

রুগ্ন পেলবতা সূর্যস্নানজুড়ে কখনো দুলে ওঠে–
অমন চুম্বন পাথুরে পরিণাম। ওতে কি ফুল ফোটে?

হাল কি ভেঙে গেছে? জাহাজও ডাকাবুকো। ছিঁড়ুক ঝড়ে পাল
সকল হেলেনীয় ডাঙার হাতছানি সফল সঞ্চয়
জিয়ন কাঠিটার যেন-বা বিকল্প কবিতা চিরকাল
চাকার ছিপিহীন থিতানো বিধিলিপি হোক-না আশ্রয়।

পর্যটনে আছি। পায়ের ক্ষতে ব্যথা মেতেছে আলাপনে
কবিতা দিল রথ। ওতেই চেপে পথ চলেছি ক্ষণে-ক্ষণে!

বুঝতে চাই নাই– বেগানা ব্যাবিলনে রঙের পরিভাষা
একশ’ এক লাল গোলাপে-লেখা নাম উজায় অন্তরে
চিঠিতে জানিয়েছ, ‘তোমাকে এ-আমার অশেষ ভালবাসা’–
সোনার মেয়ে, শোনো– ওটুকু না হলে যে নিমেষে যাই মরে!

খেলাচ্ছলে আজো গাধার পিঠে ঘুরি। ধাঁধাও থাক সুখে
চিন্তা কি? কবিতা জ্বেলেছে রাঙা দীপ। স্বপ্ন বোনে বুকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments