প্রলম্বিত জোনাকির উদ্ভবে — কোনো এক অলৌকিক জগতে চলে আসি;— লৌকিক যৌনশিশু দেখিনি আর একটিও। পৃথিবী অ্যাসথেটিক আর নানাবিধ করুণ। চারিদিকে স্ফীত করবী চোখ, এমন জ্যোৎস্নায় বারবার ফিরে আসি।— কথা হয় জোনাকির সহস্র অ্যাবস্ট্রাক্ট ঘূর্ণন বর্ণনা নিয়ে।
এই অন্ধকার কুমারীশূন্য মেস যেনো সর্গোদ্ভূত রমণীর প্রেরণাস্বরূপ। কেউ কেউ হাসোজ্জ্বল যাপনে অভ্যস্ত; আমি বেদনার অভীষ্ট তরুফুল।
নির্বাসনযোগ্য বাঁচিয়াছি। তবু কী বিচ্ছুরিত আলো চারিদিকে! — স্বল্পকাল বেদনায় আড়ষ্ট আমিও।
তপস্বী তরুণের জীবন একটি উজ্জ্বল সারসের মতোন সমারূঢ় (বহ্নি)।