তুমি খুব করে মনে রেখো,
তোমার পাশে অন্য কাউকে দেখে
হাজার বছর বাঁচার স্বপ্ন মরে যাবে।
বিরুদ্ধতার পাশ কাটিয়ে
হয়তো নান্দনিক কোলাহলে-
দিবস কেটে রজনী হবে।
কোলাহল কেটে গেলে-
বুকে চাপা বেদনারা উঁকি দিলে
কেউ খুব ব্যাথা পাবে।
তুমি খুব করে মনে রেখো,
তোমার পাশে অন্য কাউকে দেখে
হাজার বছর বাঁচার স্বপ্ন মরে যাবে।
বিরুদ্ধতার পাশ কাটিয়ে
হয়তো নান্দনিক কোলাহলে-
দিবস কেটে রজনী হবে।
কোলাহল কেটে গেলে-
বুকে চাপা বেদনারা উঁকি দিলে
কেউ খুব ব্যাথা পাবে।