Review This Poem

পৃথিবীর সমস্ত মায়া নিয়ে অশ্রুসিক্ত টলটলে চোখে, কেউ একজন আমার চোখের পানে চোখ রেখে, আমার হাতে তাহার হাত রেখে।
বলবে “তোমাকে ভালবাসি,
ভালোবাসি, ভালবাসি!”
আমি তোমার বধু হতে চাই, তোমার সন্তানের মা হতে চাই, তুৃমি-আমি একসাথে বুড়ো হতে চাই,
আমরা একসাথে বাঁচতে চাই।
এগুলো বলতে বলতে তাহার চোখের কোণে মনের অগোচরে শিশিরের কণার মতো একফোঁটা অশ্রু চলে আসবে, আনন্দ অশ্রু!
আমি পৃথিবীর সমস্ত ক্লান্তি ভুলে যাব,
ভুলে যাব পৃথিবীর সব জয় পরাজয়।
আমি ভুলে যাব বিরহ এবং বিরহের সুর,
হৃদয়ে বাজবে প্রণয়ের সুর,
যেমন ধ্বনিত হয় নদীর আহবানে সমুদ্দুর।
তাহার কপোলে আমার হাতের তালুতে স্পর্শ দেব,
আর বুড়ো আঙুলে তাহার অশ্রু মুছে দিয়ে বলবো।
“আমার জন্মই তোমার জন্য!”

৬/১১/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments