তুমি রাত লিখো, আমি চাঁদ লিখব
তুমি জেল ভরো আমি দেওয়াল লিখব
তুমি এফআইআর লেখ আমি কবিতা লিখব
তুমি খুন করে দাও আমাকে
আমি প্রেত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাব তোমাকে
তুমি আদালতে বসে চুটকি লেখ
আমি রাজপথে এইসব ঘটনা লিখব
এত জোরে বলব বধিরও শুনতে পাবে,
এমনি স্পষ্ট লিখব দৃষ্টিহীনেরা দেখতে পাবে
তুমি পদ্মে ছিটাও কালো আমার গোলাপের রং লাল
তুমি শোষণে খুবি ভালো কিন্তু আকাশের যে আলো
তাতে ইনকিলাব লেখা থাকবে।
এই কবিতা ঢাকার জন্য,
এই কবিতা চট্রগ্রামের জন্য,
সিলেট, রংপুর, রাজশাহী, বরিশালের জন্য,
এই কবিতা সেই সব জায়গার জন্য
যেখানে অন্ধকারের আড়ালে খুনিরা মানুষের উপর অত্যাচার চালায়।
সব কিছু মনে রাখা হবে,
তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা
তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
তোমরা ক্ষমতার জোরে মিথ্যা লিখবে জানি,
প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যি গুলো ঠিক লেখে রাখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে
অমানিশা আর শৈত্যে মোড়া শহরকে অন্ধ করে
হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা
আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙ্গার পরেও
আমার সহায় সম্পদ-হীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও
উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
দিনের বেলায় মধুর ভাষণ পোড় খাওয়া
সব ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া
রাত্রি হলেই লাঠি আর গুলি চালিয়ে
আমাদের হামলা করে আমাদেরই হামলাকারী বলা
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
আর আমি এই সব ঘটনা আমার হাড়ে লিখে রাখব
আমি হাড়ে লিখে রাখব সব প্রমাণ
তুমি যা চাও আমার থাকার প্রমাণপত্র,
তোমাকে আমার জীবনের সকল প্রমাণ দেওয়া হবে,
এই যুদ্ধ চলবে তবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙ্গতে চেয়েছ দেশ
মনে রাখা হবে বার বার সেই ভাঙ্গন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যাস।
জগত সংঘে ভীরুর যেদিন পরিমাপ করা হবে
তোমার নাম মনে রাখা হবে
সেই জগতের ই সভায় যেদিন জীবন বুঝানো হবে
আমাদের নাম মনে রাখা হবে
কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির গায়ে ভাঙেনি
কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি
কেউ কেউ ছিল ঝড়ের পরও লড়াইয়ে হয়নি ক্ষান্ত
নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জ্যান্ত
চোখের পাতা ঘুমের মন্ত্র হয়ত ভুলতে পারে
এই পৃথিবীটা কক্ষপথও গুলিয়ে ফেলতে পারে
তবুও আমাদের কাটা ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙা গলার চিৎকার ও তেষ্টা মনে রাখা হবে
তুমি রাত লিখো, আমি চাঁদ লিখব
তুমি জেল ভরো আমি দেওয়াল লিখব
তুমি এফআইআর লেখ আমি কবিতা লিখব
তুমি বরং খুন করে দাও আমাকে
আমি প্রেত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাব তোমাকে
তুমি আদালতে বসে চুটকি লেখ
আমি রাজপথে এইসব ঘটনা লিখব
এত জোরে বলব বধিরও শুনতে পাবে,
এমনি স্পষ্ট লিখব দৃষ্টিহীনেরা দেখতে পাবে
তুমি পদ্মে ছিটাও কালো আমার গোলাপের রং লাল
তুমি শোষণে খুবি ভালো কিন্তু আকাশের যে আলো
তাতে ইনকিলাব লেখা থাকবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
তোমায় যেন চিরকাল অভিসম্পাত করা যায় তার ব্যবস্থা করে রাখা হবে
তোমার কালো কীর্তির গায়ে যেনও কালি লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে
তোমার এ মরণ খেলা যেন না বুলি কখনো সে অঙ্গীকার নেয়া হবে
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।
Note: Translation Based on Amir Aziz Mumbai Recitation.
Amir Aziz In Mumbai,
Dear Oppressors, Sab Yaad Rakha Jayega. Sab Kuch Yaad Rakha Jayega | The Quint
—————————
Sab Yaad Rakha jayega by Aamir aziz
From Amir Aziz’s Youtube,
—————————
Sob mone rakha hobe live by Anirban Bhattacharya (Sab yaad rakha jayega) at Najrul Mancha, kolkata
—————————