তিল তিল করে সঞ্চয় করেছি সকল বিচ্ছেদের নিরব অভিঘাত
প্রতিটি ক্ষত জমে জমে গড়ে তুলেছে
অভিমানের সুউচ্চ পর্বত।
অভিমানের বর্ষনে জমে জমে কষ্টের স্তুপে বেড়ে উঠেছে
হিমালয়ের মতো এক স্থানু পাহাড়।
হৃদয় জমিনের আয়তন ওত বড় নয় যে
সমস্ত পাহাড়কে বুকে ধারণ করে,
তবু অসীম সাহসী পবিত্র হৃদয়
কী এক আলৌকিক ক্ষমতার ইশারায়
পুরো পাহাড়টাকেই বুকে নিয়ে চলে নিরবধি!
অদৃশ্য শক্তির বিশ্বাস অবিশ্বাসের দ্বিধা কেটে যায়
ভালোবাসা যখন কষ্টের পাহাড়ের শ্রমিকের দাবি তোলে।
ভালোবাসার শ্রমে তোমার দেওয়া আঘাতকে যত্নে রাখি বলেই,
যেকোন বৃহত্তম পাহাড়,মহা সমুদ্র বুকে আলগোছে বাস করে।
2020-01-13