Review This Poem

Fe₂O₃

আমিনুল ইসলাম


তুমি বলেছিলে- “খিদে পেলে ভালোবাসাও জানলা খুলে বেড়িয়ে যায়”

তাই ঘরের বাইরে সব কিছুই…


এইমাত্র বললে- ” যখন মন খারাপ হয়, কষ্ট হয়, তখন টেলিপ্যাথিতে আসি ”

আর সব অন্ধকার সব কালোয় বাতাস হেঁটে আসে


ভালোবাসা ছাড়া লোহায় মরচে ধরে না

সুতরাং সোনার প্রতি কখনোই নিজেকে নামানো গেল না


প্রতিটি লঙ্কায় ঝাল
এবং লাল কিংবা সবুজ

এমন নয় কিংবা হতেও পারে


ভাববাচ্য ফলনশীল
দিনেদুপুরে বাড়ে

বাড়তে বাড়তে মাথা চিবায়


তারপর আর শরীর বলতে- গোলাম!
নিঃস্ব দৈন্য নিজেকে দেওয়ার মত কিছুই

অবশেষ থাকে না


তবু মনের রাজ্যে যতক্ষণ তিনি আছেন
ততক্ষণ চাষাও স্বপ্ন দেখবেন

স্বপ্ন দেখা গণতন্ত্রের অধিকার


আর নিজের কথা কতবার কতরকমভাবে
লিখতে লিখতে খুন হয়ে যায়

তার কথা চক্রবৃদ্ধিহারে একটা সমুদ্রে মিশছে


যখন জলের মধ্যে হাঁটতে শিখছি
তখন তুমি জলপাথর
পাথরের ভাষা রপ্ত হতেই

সজাগ মুখোশ বণিকের

১০
এই চোখ এই দেখা শেষ দেখা নয়
এই ভাবা এই না ভাবাও খেয়ালখুশি

এখানেই রাখা হল শিকল, কুঠার, কড়াত,
যত অস্ত্র সম্ভার~

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments