সিজদা অথবা গভীর ধ্যানমগ্ন অবস্থা
২১/০৯/২১
আমিনুল ইসলাম
যমের দুয়ার থেকে নিভৃতে পালিয়ে এসেই
যদি খেয়াল হয় হারানো বন্ধুর ~
তখন আটচল্লিশ বার নাক-কান মুলে গঙ্গায়
কয়েকটি ডুব ~
তারপরও যদি প্রেমিকার মুখ সামনে~
ধোঁয়ার কুণ্ডলী!
তখন…
হ্যাঁ।
এখন শ্মশান আমাকে ঘিরে ধরছে
একটা সিগারেট প্রকট হয়ে জ্বলে উঠছে ঠোঁঠে
নৈঃশব্দ্য! বহুরৈখিক বিড়াল হয়ে ছড়িয়ে পড়ছে রাস্তায়
যমরাজ অন্তর্যামী হয়েও শুনলেন না কিছুই…
তিনবার ‘কুল হু আল্লাহু’ ফুঁকলাম হাওয়ায়~
একে অপরের প্রগাঢ় সঙ্গমে ঘড়ির তিনটে কাটায়~
মাটির সহবতে এ এক প্রতিকৃতির গোপন; পাখি নয়
মনের কুঠুরি থেকে একটা গুমরে ওঠা ডানার ঝাপট
বন্দুকের শরীর থেকে ফুটে ওঠা এক লাবণ্যময় ফুল…