5/5 - (1 vote)

ভয়ংকর সুন্দরের দিকে ~
আমিনুল ইসলাম
০৯/০৫/২২


সুন্দরের দিকেই পলক উড়ছে~
নগন্য সৈন্যের হাতেও ছিল বিস্তারিত সুন্দর

সৌন্দর্য মুখরিত আলোয় ভিজে
দোলনায় আরও বৈভবের হাসি~

চন্দ্র-বলয় কিংবা সূর্য-শোভা
স্পর্শেই দামামা ~
সব বাদ্যযন্ত্র তন্ত্রমন্ত্রবলে বুকে ধান ভাঙে

আর বাগানের গোলাপ মূর্চ্ছা যায়


১-এর পাশে ০ বসালে
দশ দিগন্তের উন্মোচন
আবার এর চেয়ে কম বা বেশি ~

শূন্যের মাঝেই দেখা
দেখা হওয়াটা জরুরি নয়
তবুও ~

মাঝিহীন নৌকো শুয়ে আছে কার অপেক্ষায় ~

পিঁপড়ের দল সদলবলে সব জানে আর
আমি এসবের কিছুই টের পায় না


কেন যে এমন হয়!
ঠিক একটা ধড়ফড় ট্রেন ~

একেবারে গভীর ছুটছে
যেখানে আমিই নিজে পৌঁছুতে পারি না ~

শেষ বাসটি চলে যাওয়ার পরও বাতাস থামে না

~ আর
~ আমি

দাড়িয়ে থাকি ~


নিরেট বোকা বলেই তুমিও পেয়ে বসো

যেন কচি অঙ্কুর ~
বাদবাকি সব চরিত্রই শিক্ষকের

এই অভিনয়ের গভীরেও নিরিবিলি শূন্যতা ~

দিয়ে ঢাকা ১টি পূর্ণাঙ্গ বৃত্ত


তুমি দেখছো অন্ধ বলেই ~
এই লব্ধতা জল নয়
যদিও জীবন নামেই কচু পাতায় টলমল ~

জানাশোনা জল
অথচ এই চরিত্রের রসায়নে
আখের রস ফুটছে ~


হাঃ হাঃ শূন্যের মাঝেও কিছু চকলেটের মিষ্টিমুখ আলস্য

যাকে ছেড়ে বেড়িয়ে পড়ছে বাঘ

সে ভয়ংকর সুন্দর বলেই
তোমরাও নিজের ভেতর পুষে রেখেছো তাকেই

শুধু ডোরাকাটা দাগ দেখে তাদের আর চেনা যায় না~

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments