5/5 - (1 vote)

আহত করে উড়ে গেল~
আর কেউ নয়, রং-রূপ-রস-গন্ধে
আগলে রেখেছে ~

অহং নির্মিত কাচ ডিঙিয়ে যেতেই ~
শুকনো নদীর বুকে ডিঙির মনখারাপ
সব প্রতিবেদন জানালা খোলে~

শয্যাশায়ী মনস্তাপ ব্রেড সেঁকে বাটার লাগায়
আলগা হয় বাঁধন
ঢিলঢিলে দেহে আঁচড় কাটে যত্নের আকুতি
বর্ণময় নকশায় গাছের পাতা মাটিতে আঁকছে রোদ

ভিজছে এই দুপুর এই নিঃসঙ্গ রেললাইন ছুটছে
প্রবাসি প্রিয়ার খোঁজ~
মাফলার মনে রেখেছে সেইসব সযত্ন শীতকাতর ইশারা

বৃষ্টি হচ্ছে~
মনের শুকনো নদীতে জোয়ার এসেছে
আর এই প্রদীপ নিভে যেতে যেতে আবার~

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments