কলম
২০/০৯/২১
আমিনুল ইসলাম
প্রকরণ সাজিয়ে তুললেন মহারাজ এবং নিজেই আত্মতুষ্ট হলেন
কলমটি হৃৎপিণ্ড লিখে ফেললেই একটা সর্বনাশের ডিম ফুটে বাচ্চারা বেরিয়ে আসছে মন্থর
শৈশব থেকেই গড়িয়ে পড়ছে সুগন্ধি জলপ্রপাত
অদ্ভুত এক দর্শন কবিতার শরীরে আঁচড় কাটছে
অস্ফুটে ওরা বহুরৈখিক রাস্তা হয়ে যে যারদিকে কেটে পড়ছে নিজের মতো
কেউ কারুকে জানান দেওয়ার পূর্বেই উদ্বায়ী
দৃশ্য বরাবর অনেকগুলো পাথরের নকল চোখ সাজানো সকলেই ভাববেন এ কেমন নজরদারি অথচ এটাই সত্য ও নিরপেক্ষতাকে আগলে ধরেছে
কলমটি সুযোগ বুঝে টুপ করে পাঁচিলটি টকপে গেল
পাথরের চোখগুলো সজাগ ঘুমকে গুলি মেরে উঠে বসলো সদলবলে
অথচ সামনের দেওয়ালটা টপকে যাওয়ার জন্য তাদের কোন পা ছিল না
পায়ের জন্যই তারা অন্যের হাতের আজও কৃতদাস
হাতদুটো অহরহ ছুঁয়ে দেয় প্রভুর পা
আর ধীরে ধীরে লেজটি সেজে উঠেছে ময়ূর…