উন্মুখ কারাগার
২১/০৯/২১
আমিনুল ইসলাম
মুঠো উন্মুক্ত করো, দ্যাখো যে ওড়ার ঠিক ~
মুক্তি যার ভবিতব্য ~ গহীন অন্ধকারে মন্ত্রপূত যার আধার~
যে বেপরোয়া ~ ছিড়ে ফেলবে শিকল
এজন্যই তার নিরলস জন্ম যুগ-যুগান্তর
শূন্যতা ~ এভাবেই আলোয় ভরাট ~
পুকুরের গম্ভীর মনস্তাপ
নির্জন এমনও হয়! যেখানে কারাগার খোলা ~
বদ্ধ জানালায় ধূপগন্ধী গাঢ় নীলাদ্রি ~
আরো অনেক প্রশস্তভাবে ছড়িয়ে পড়ো বট
আরো অনেক শুভেচ্ছাসহ শাখামূল মেলে দাও
মূর্ত-বিমূর্ততায় ~
নৈশব্দ ভেঙে প্রাণ-স্পন্দন
খাতায় ছড়িয়ে দাও ছিটেফোঁটা সুখের দানাদার
আর এই অনন্ত ছোটাছুটিতে ~ সঞ্চারিত হোক
কাগজের সমুদ্র ~