মদিরা
কূয়োটি এগিয়ে এলো তৃষ্ণায়~
স্পর্শে মাতাল ঝিনুক
গোপন অঙ্গশোভায় প্রদীপের সহমরণ
আর বোতাম খোলা শীতল
দৃশ্যে মিশমিশে কালো তিল
তদুপলক্ষে অস্ত্রসজ্জিত রণতরঙ্গ…
আসক্তি
আপাদমস্তক ছেয়ে গ্যাছে ছায়া
ঘোরতর ঘৃণা
অবহেলা জর্জরিত মুখোশে ~
রূপান্তরকামী ফুটন্ত ফুলের সৌরপ্রভায়
আসক্তি ক্রমবর্ধমান
নদীর সুডৌল স্তন ছুঁয়ে পানকৌড়ির উড়ান
জমাট বেঁধেছিল জল ফ্রিজের গোপন
আয়োজিত বিজ্ঞাপনে
আর না দ্যাখা কথার স্পর্শে শস্যশ্যামল আগুন ~
গ্লাস
বরফ ভেসে ওঠে
স্পন্দনের পুনর্জাগরণে
মিটিমিটে তারার হাসি বিলীন
গ্লাসের উপর নূয়ে পড়ে
ফোঁটা ফোঁটা রক্তের তির্যক
আইস কিউব
স্বচ্ছ আলো স্ফটিক প্রতিসাম্যের জলে
বেদনার পিলসুজ পতপত~
ঠান্ডা কোমল প্রেম মজে ওঠে
অন্তর্দাহ চুঁয়ে লিনতাপ
উদ্দাম উচ্ছ্বাসে যুবতীর ওষ্ঠ বরফের মরুভূমি
ট্রিগার চেপে নিভিয়ে দিতে চায় স্পন্দন
ড্রাম বেজে ওঠে যন্ত্রণা-ছড়ানো তরঙ্গে ~
সংক্রমণ
গুমোট বাতাবরণ
ছাইচাপা
বাতাস সতর্কে প্রবহমান
বোতাম এঁটে অগোচরে আগুন লাগায়
মনের সংকীর্ণতায় আমি চোখ জ্বেলে রাখি
তুমি অঞ্জলি দাও দৃশ্য পরম্পরায় ~
আপাদমস্তক ছড়িয়ে যায় সংক্রমণ…
দেহ
মাটি কেটে পুকুর
মন থইথই জল
১টা আধার = দেহ, তুচ্ছ নয়…
মন
উদ্বায়ী পরমাত্মা
চুল্লি থেকে নির্গত উদাসীন ধোঁয়া
পল্লবে অশ্রুবিন্দু টলমল
দৃশ্যের দোদুল
উৎসর্গিত মরিচীকা মায়াময়
আত্মা
আধ্যাত্মিক মোড়ক উন্মোচনে
শূন্য জর্জর পেয়ালায়
আমিত্বহীন দুপুরের আবহ গলনশীল
দ্রাক্ষারসের বুদবুদ ফেনিল জলধারায়
মোছে বিবর্তন
এই রত্নখনি উসকে জ্বলে উঠলো উনুন ~
মা
মাতৃ অঙ্গে খেলে বিহঙ্গ
ধূপগন্ধী আড়ম্বর
ভুতের আবহ জাগে
দেহের অলৌকিক আঁধারে
হারালো আমার ইষ্ট
মনের অতল অন্ধচোখে না দেখা বাতাস…
হাত বুলিয়ে দ্যায়~