3/5 - (2 votes)

অখণ্ড উত্তাপ
০৭/০৫/২২
আমিনুল ইসলাম


মোমবাতির শিখা এবং
এক উন্মাদ অন্ধকার মেখেছে রাতের আকাশ…

অসহ্য সন্তাপে রুজি-রুটি ঝলসে ওঠে ~

যৎসামান্য ~ প্রসাধনে বাষ্পীভূত
রক্তের দাবানল

ঠান্ডা ক্ষরস্রোত নদী-জীবন ~


মাদকাসক্ত ফুলের মূর্ছা ~
স্নায়ুরোগ চারপাশে শেকড় ছড়ায়

রোদে দুঃখের পলেস্তারা ~
জল পড়ে সুগভীর বাষ্প-নিঃশ্বাসের
উপলব্ধি সনাক্তকরণ ~

অখণ্ড আসক্তির নিপাট ভাঁজে লুকিয়ে
কিছু জিজ্ঞাসাবাদ

সমাপ্তির দিকে প্রলম্বিত ঢেউ ~


গুপ্ত রোগের ভেতর টুকরো সুড়সুড়ি লেপটে দিচ্ছে পিঁপড়ের ক্যারাভান

মেরুদণ্ডের অগোচরে বেড়ে ওঠে সজল আগাছা

বটের প্রান্তদেশে ঝুলে আছে মাটি ছোয়ার আশ্বাস

নাভী থেকে গর্ভনাড়ির রিক্ততা
সৌজন্য প্রদেশ খোলে~

জানালা চির উন্মোচন ~
জেগে ওঠে শ্বেত পদ্মের উপর বীর্যস্খলিত সুরভিত ঘুমনন্দন! পরমায়ু-পরশপাথর ~

পালকি চলে~ দুলকি চালে


তোমার ঐশ্বর্যে প্রজাপতির ডানায় কারুকাজ

মাংসের লোভে উনুন জ্বালে একদল হিংস্রতা

প্রতীক্ষায় কিছু কাঠ উদাস বৈভবে নিস্তেজ

জাগতে হলে জ্বলতে হয়! জন্মালে সুরভিত অনিবার্যতা~

এই মাটি-জল, জল-উনুন স্বতেজ সমর্পণ

সুষুপ্তিও ঘুমেরই এক দ্রাঘিমা
অন্তর্বর্তীকালীন অচৈতন্যের অবস্থান ~


তোমার নন্দনতত্ত্ব কমলকানন মেলে~
সাপের ছোবলে রাখে মৃত্যুর পক্ষপাত

সঙ্গত কারণ ছাড়াই অসঙ্গতির অঙ্কুর জ্বেলে
আবেশহীন দরবারে অন্তর্লীন মনস্তাপ ~

কাটা ঘায়ে আর নয় ~

তুমি বিভাবরী এই প্রান্তর-নগর বাঁশির-সন্তাপ

জাগিয়ে তোলো মৃত্যু! মৃত-পাখির উল্লাস~


বাঁশি বাজলেই আনন্দ আঁকে এমন নয়
কখনো সখনো তুলি গড়িয়ে দেয় বৈশাখ

সমবেত অবাক রং ফুটে ওঠে সজল
আয়না নিস্তেজ হলেও জীবন দেখায়

দেখাদের বদলে দেয়
বদলে যাওয়া সময়ের জানালায়

বাঁশি বাজবে বলেই সে কান মেলেছিল পাতায়~


দম্ভের রং গোলাপ কাঁটায়
ফুটলে অভিজ্ঞতায় লালবাতি

উড়ছে উড়ুক~
জ্বলছে জ্বলুক পুড়ে মুগ্ধ ছাই

চারদিকে মরুভুমির চৈতন্য
ছড়িয়ে দিচ্ছে হিমশীতল নিস্তব্ধতা

আর অন্যদিকে বাঁশি ও আনন্দ
দুঃখ ও বাঁশি জাগ্রত জানালায়
মনের খড়কুটো দগ্ধ হয় আনন্দ লহরি ছড়ায় ~


সহ্য হতে হতে এই উত্তাপ ~
দাহ্য বিবেক হরিতকী ফুল ছোঁয়
দেখে আলজিভ বেগুন ফুলের সুরভিত নন্দন ~

যে-আগুন অতিথি ঘরে
অঙ্গ-বহিরঙ্গ জুড়ে বিহঙ্গ খেলে
দরজায় কড়া নাড়ে সর্বনাশ

ঘুম ভাঙে মৃত্যুর
বীজ জন্মের পর মুকুলের আনন্দ শাখায়

বিভোর সমুদ্রের উন্মাদনায় পতাকা জ্বলে ~
নদীও গর্ভময়! বয়ে চলে মিছিল ~


এই সমুদ্র উপকুল জলযান ছাপিয়ে দুকূল
একটি নৌকো জলের অতল

সংবরণে পরিপূর্ণ করছো
নিরাকার সবুজ দৃশ্যের ফসল

নেশাময় আলো ও জোনাকির আঁধার ছলকে ওঠে ~


পাখি গানের সুরে গায়ছে বিভোর আকাশের তারা
এই সচল জানালা-বন্দী সময়-সংঘাত-জলে
দ্রবিভূত খেয়া বইছে চোখের প্রদীপ

আর এই পরাঙ্মুখ খোলামেলা মেয়েরা সেজেছে
কালোতিলে ~

ধূপের ধোঁয়া কালোত্তীর্ণ জানালায়
ফুলের আলতো ছোঁয়াই অনুযোগের টিস্যুপেপার সেজেছে কলকে ফুলের হাসি

বেমালুম-হাওয়া! ভুল গন্তব্য খুঁজছে গোপন ~

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments