স্বাধীনতা কষ্টে পাওয়া
অনেক লড়াই করে
আমরা সবাই আজকে স্বাধীন
শ্বাস নিই প্রাণ ভরে।
শপথ নিল দেশের মানুষ
২৫শে মার্চ রাতে
সইবে না দেশ অত্যাচার আর
রাজাকারের হাতে।
উঠল ধ্বনি জয়বাংলার
পাকিস্তান আর নয়
বাঙালীরা ফেলল মুছে
প্রাণের থেকে ভয়।
নয় নটা মাস চলল লড়াই
স্বাধীন হল দেশ
উড়ছে সবুজ লাল পতাকা
নেই আজ খুশির শেষ।