ছাঁটাই শ্রমিকের তালিকায় নাম,
জব কার্ডটার খোঁজ পাওয়া যাচ্ছে না,
ভুল অপারেশনে বুকের ক্ষতটা
এখনও সেরে ওঠে নি।
দমকা হাওয়ায় উড়ে যাচ্ছে শুকনো রুটি,
দাউ দাউ করে জ্বলছে খিদের আগুন,
দুধের শিশুটা কেঁদেই চলেছে,
শ্রমিক বউয়ের কিচ্ছু করার নেই,
তার বুকের দুধটাও শুকিয়ে গেছে।
তবুও ইচ্ছার বিরদ্ধে হাঁটতে থাকি,
হাঁটতে থাকি তোমাদের বিজয় মিছিলের সারিতে।
বিধবা মা দাওয়ায় বসে—
নীরব আর্তনাদের চোখের জল মুছতে মুছতে
পেনশনের পাশবইটা ওল্টাতে থাকে,
কেবলই ওল্টাতেই থাকে——।
আপডেট বলছে-শুধুই সাদা পাতা,
কালির আঁচড় কাটেনি তাতে।
2021-05-21