সবুজে ধরে যায় চিন-চিন
টুকরো রঙ চুরি করে জল।
তারও সাধ হতে তোর মতো
রঙ-বিদন্তী রঙ-ঝিলমিল
অনন্ত-জীবনঃ টলমল।
ও মেয়ে জীবন বোকা বনে গেলো
ওমন চপল নয়নিকা-তাকাতেই!
ও মেয়ে আরণ্যক বাঁকা পথ হারালো
ওমন দীঘল অমনিমা-দেখাতেই!
কী করে গোপন রাখলি আকাশ বল?
কী করে পারলি এক চোখে সমুদ্র আর
এক চোখে আসমুদ্র হিমাচল?
অথচ এতটাও চঞ্চল হতে পারে নি ওরা কেউ
কি সমুদ্র, কি আকাশ, কি হিমাচল।
নিয়মের বালাই থেকে করতে মুক্ত ওরা কেউ
যেমন তুই লোক-রক-পাঙ্ক-রবীন্দ্রে দিলি ঢেউ!