যাচ্ছে ভেসে, দিনের ভরা স্রোত
রঙের ক্লাস, চলছে জলের মতোন।
আলোর কৃষক! না জানে অসুখ
আপন রঙে, রঙিন ইচ্ছে মতোন।
রোদের মেয়ে স্বরাজ ভীষণ মুখ
অভিনানে জ্বালায় পাখির সুখ।
তাইতো জীবন ছাড়ায় সকল দুখ
চালায় চাবুক!শুকায় ভেঁজা চোখ৷
আমি কেমন! নিরস নিবিড় মনে,
হচ্ছি বাঁধা দিনের অবাধ গানে৷
আমার সকল দ্বিধারা কি জানে?
জীবন পালায়! জানলে বাঁচার মানে?
আমিও ছিলাম তোমার মতোই বাধা।
শুনছো কি গাছ? কৃষ্ণচূড়া’র সাদা?
দাঁড়িয়ে ভীষণ ক্লান্ত সকল ধাঁধা
ধৈর্য-হারায়! নট সিরিয়াস রাধা।
-আমিও যে চাই যেতে ভীষণ-ভেসে।
-মানুষের নয়, রোঁদের-রাঙা-দেশে!