5/5 - (2 votes)

ধৃতি গান করেছিলো সন্ধান ; অপরিমেয় স্বপ্ন দেখেছিলো নির্মিলিত স্বীয় দুটি চোখ। অপর একটি চোখ মেলতো যখন তখন সে দেখলো আকাশে নীল হয়ে থাকে না সব রকমের রঙ।কোনটা আসলে নীল আর কোনটা তার অনূদিত তা বোঝার আয়েশ বা সময় আজ নেই ততটা তরুণ জীবনের বাধা একটা বিকট সময়ে। সময়’টা বাজেয়াপ্ত করে জীবনের সকাল-রঙ যদি মুছে তাতে ধূসর আঁকতে পারো। তবেই সময় হবে প্রচলিত নিরাপদ থাকবে জীবন-পরিধির। তাই মুখ বুজে সয়ে নাও সচকিত যতো নীলের অবনমন। যতোই হয়ে যাও নীল সে বিষে গায়ে পটলরঙা সবুজের পরশ মেখো। অবশেষে আশ্লেষে অথবা কল্পনায় না হোক। জীবনের রঙটুকু আপন হাতেই রেখো৷ জীবনের রঙটুকু আপন হাতেই রেখো৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments