দীঘল কালো সূর্য তোমার যতো নীল করবীদলে
রেখেছো নীরান স্পর্শ দিয়ে যতো
বেধেছো আকাশ নয়নহীনার মতো
তবু নিরঙ্কুশ যাই নি আমি
নীলের বুকচিরে
দেখিনি সোনালী আকাশে
কেমন অজস্র শ্বেত ডানাদলে
আমি শিখিনি তোমার গান
সুললিত বালিকারা শিখে যেমন
কেবল দেখেছি মধুর দেখেছি মুক্ত-নিনাদ
তাতেই মিটে গেছে জীবনের যতো
পাওনা ছিলো ভালোবাসার আস্বাদ।