Review This Poem

নিপাট নিঃসম নীপবনে নিন্দিতা
নীপসম নিরার্ণব নিষ্প্রভ নিঃসীমে
নীল-নীলাদ্রি নিলো নিনাদ নিরালায়
নিষ্পলক নীল-নীলান্তে নির্বিকার নির্জলায়
নিভে নীড়ের নিভৃত নিরালোক নীলিমায়
নিয়েছে নিন্দিতা নির্বাণ, নিরাশার নীল-ছায়ায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments