কিছু অনুভূতির কোনো নাম হয় না
শরীর নেই, কিছু রাতের
ঝিঝিপোকার।
কিছু মানুষের কোনো গান হয় না।
তাদের বাড়ি নেই, নেই প্রয়োজন
বিছানায় ঘুম হয়ে থাকার।
আমি না হয় থাকি একাকার।
যেমন থাকে ওরা বেশ! মাখিয়ে
আধার।
আমি একা, কিন্তু আমার সাথে সব
ভারী অবগাহন।।
হৃদয়ের অসাধারণ ঘামে আমার
অপমান ভিজে যায়।
আমার মৃতদেহের উপর দাড়িয়ে
আমি শুনে যাই।
মহাকালের শিঙ্গাধ্বনি | কে অসীম? আজো আসো নি?
আমাকে নিয়ে যেয়ো ° যদি পারো রবিবারের খোপায়।