একটা ঘরে কটা মানুষ
কেউ-কাউকে-দেখে-না
কেউ জানে না – ভিতরের মানুষ।
খুব করে ডুবে যাওয়া মানুষ।
জাদুর স্পর্শ না পাওয়া মানুষ।
আকড়ে ধরা ভালোবাসা-মানুষ।
জেনেশুনে যোজন দুরে বসা মানুষ৷
কেন? পারছে না ফিরতে
জীবনে?
তরঙ্গ-ভঙ্গ না হলে ঘাটে ঘটে নাকি খেয়াপার?
কেন তরঙ্গ? থিওরিটাকে অ্যান্টি-থিওরি দিয়ে খাবো?
যা কিছু বলতে চাও মহাকাল
বলে যাও, বলে যাও এই সময়ে
পরিষ্কার জলের মতো।
চিরকাল অহেতুক আগন্তুক৷
আমরা বাধ্য আরোপিত সত্যকে
মেনে নিতে?