খুব করে যখন কান্না আসে
কাউকে কাছে না পেলে জানবে,
তুমি ভীষণ একা।
একটা হাত, একটা মাথা গুজার ঠাই
চাই?
– বলে দাও চাই!
এত নিয়ম মেনে জীবনকে চলতে দেখেছো?
আমি ছেড়ে দিতে চাই।
খুব করে যখন কান্না আসে
কাউকে কাছে না পেলে জানবে,
তুমি ভীষণ একা।
একটা হাত, একটা মাথা গুজার ঠাই
চাই?
– বলে দাও চাই!
এত নিয়ম মেনে জীবনকে চলতে দেখেছো?
আমি ছেড়ে দিতে চাই।