অরুপ সিন্ধু-কাবেরীলতা যে সুরে বেধেছো
বীণার তান – মুক্ত অথবা কাল-ভৈরবী
মেখেছো চেতনার শিরশ্ছেদে আঘ্রাণ৷
ওই কদম্ব-বনমালতী শাখা দোলে
অলখিত আনন্দ রব যতো বিভোর।
তারই আবেশে মিষ্টি, ভারী মিষ্টি
ক্ষণ-বৃন্দাবন মায়াকল্প ঘোর।
যখনি গিয়েছো শীতের সকল পাড়
তোমার কলি-কল্পনা রবে
আমি মুগ্ধ নয়নে জীবন করেছি পার।
রাখেনি তারা স্বীয় চাহনিতে কোনো বিষাদ
রাখেনি পুষ্প নীলাম্বরী তক্ষশিলায়
রাখেনি লতিকা প্রেম-কাদম্বরীতে আস্বাদ।
ফুল ফোটলো যদি পুষ্প নামে আঙিনায়
দোল নামলো যদি রঙ কৈতবী নিরালায়
আমিও হলাম বাহির আকন্ঠ বিহাগে হায়।