ওমনি মুক্ত ধরণী যদি আপনমনে গাইছে কলরবে
কেনো তবে ধরণীসুত মন পঙ্কিল-ম্রিয়মান রিক্ত-রবে?
কেটেছে যতো কাল অন্ধ অথবা বন্ধ-সামাজিকতা নবে
পেয়েছে রিহান নিপাট ঋষভ কলতানে, ছিল তবু হয়ে থির
কাটেনি তবু তাদের তরে যত মায়া রয়েছিলো মুক্ত এ ধরণীর
থামেনি তবু নতুন কবিতার মতো ঘ্রাণ প্রতিদিনকার দিগম্বরীর।
ওমনি ছোয়া যদি লাগে এ মানবপ্রাণে জীবন হয় সে অনন্তবাণীর।
2022-04-03