বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগে যৌনতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালোবেসেছি মানুষকে__
দুটি শুকনো চোখের স্বাধীনতার জন্য
চিৎকার দিয়ে দ্বিখণ্ডিত করছি মহাবিশ্ব__
প্রভু মানুষকে তুমি হায়াত দাও__
তুমুল আলোচনায় আজ সে নিজেকে ভাগ করুক
কখনো জালেম কখনো মজলুম__
অক্সিজেনে ধুলোর উপস্থিতি জেনেও মৃত্যুর কাছে ঢেলে দিচ্ছে মানুষ তার নিজের ফুসফুসকে
প্রতিনিয়ত।
বিলুপ্ত হচ্ছে প্রতিনিয়ত পৃথিবী থেকে __
শেষমেশ,
রোবট আবিস্কারের যুগে এসেও মানুষ
চাষাবাদ করছে নিজেকে,
কৈফিয়ত দেবে বলে__
সুতরাং
প্রভু আমায় ঘরে ফেরার সহজ পথ দেখিয়ে দাও__
যদি সেটা মানুষের বুকের দিয়ে হয়
তবুও__