তোমার হাতে বন্ধুক হোক আমার হাতে গুলতি
যুদ্ধ আমি বেজায় করি হোক না যেমন গালতি
সমর শক্তি তোমার থাকুক, আমার থাকুক রব
তোমার গল্প কেউ না করুক, হোক আমার কলরব
ঘর নিয়েছো পর নিয়েছো আরো নিয়েছো দেশ
তোমায় যারা মানুষ বলে সবাই ছদ্মবেশ
দ্বন্দ্ব বাঁধুক, যুদ্ধ লাগুক, হোক আমাদের যা তা
আরশে আমার খোদা আছেন দিচ্ছেন সফলতা
গন্ড মূর্খ্য উম্মত কিছু হক্ব হালালের নামে
ফেইসবুক আর ইউটিউবে ফতুয়া মেরে ঘামে
সব কিছুতে সব ব্যাপারে তারা খুব সেন্সেটিভ
অথচ ক্বদরে শহীদি রক্তে তারা খুঁজে ফেরে মোটিভ
কেউ এসে বলে তুই হিন্দু, তোর নাটক আর দেখবো না
কেউ বা বলে তোর গায়ে নেই হেজাব নেকাব নজরানা
কেউ কি বলে? মরুর দেশে কতগুলো প্রান এভাবে
কেউ কি ভাবে? স্বাধীন দেশটা পরাধীন হয় কিভাবে
একই জমীন একই মালিক সীমনায় এতো বিভেদ হায়
মুসলমানের রক্ত কেবল মুসলমানেই চুষে খায়
দোষ কি দিবো, আমারই ভাই স্বার্থে যখন দৃষ্টিহীন
আমি তখন যুদ্ধ চালাই দেশ বাঁচাতে রাত্রিদিন
তার মরুতে ইফতারী আর শরবতে চলে ফটোশুট
আমার বাচ্চা তখনো ভুখা মাথার উপর সমর বুট
তার মরুতে প্রেয়সী সব, মখমলে ঢেকেও বেআব্রু
আমার প্রিয়ার হাত কাটা যায়, জবান চললে বেহিব্রু
শোন মুসলিম, শোন শোন তুমি! ইমান কি শুধু কমেন্টে?
ইনবক্সে নোংড়া তুমি, খুব ধার্মিক ইভেন্টে
একে ওকে তাকে গালাগাল দিয়ে
কতো বড় না মুমিন হও
কখনো ভাবো কি তোমার ঘরেও
মা বোন গুলো মুক্বীম হয়
আদ্যপান্ত খুঁজলে তোমার ফাঁসি হয়ে যেতো দু একবার
অথচ তোমার আস্ফালনে নোংরা লাগে ঘর দুয়ার
সারা পৃথিবীতে খাদ্য দেবে শিক্ষা দেবে আরো কি কি
সবার চোখে কাঠের চশমা দেখছে তোমার ভেলকী
আমারা যখন লাশ দাফনের খুঁজে পাই না জমিনটা
তোমার পৃথিবী শখেতে পোড়ে সবাই দেখে ইমানটা
সেই বালককে মনে আছে, যে বলেছিলো অভিমানে
আমি আল্লাহকে গিয়ে সব বলে দিবো ভূতপূর্ব নিষ্প্রানে
হোক আরো হোক জুলুম আমার, জালিম তুমি অক্ষত
পৃথিবী তোমায় ছোঁবো না কভু, তুমি আরো হয় বিখ্যাত
আমার হাসি আমিও হাসবো তুমি বলবে ইয়া নাফসী
আমি রইবো ছায়াপানে আর তুমি পিপাসায় ইয়া সাকী
আমার হিসাব সহজেই হবে ভালো মন্দ আছে যা যা
তোমার জন্য শক্ত রশি কন্টক ফল জাক্কুম আহ!
এতো শত শত অন্যায় আর জুলুমেও দেখ আমি হাসি
প্রাচুর্য আর বৈভবে ডুবে তোমার গলায় বিষ ফাঁসি
আমি মরে গিয়ে ঠিক বেঁচে যাবো,
তোমার উপায় হবে টা কি?
আমি জিতবো শেষ বিচারে,
তোমার বিচার থাক বাকী।।