মদের টেবিলে আমি কেবল মদটাই খাই।
ছোলাবাদাম কিংবা সালাদ খেতে গেলে,
আমার গোল্ডব্লু সিগারেট বড্ড অভিমান করে বসে।
প্রেমিকার শরীরে আমি কেবল চুমুটাই খাই।
মৈথন কিংবা যৌনাচার করতে গেলে,
আমার ঘরে থাকা বৌ বড্ড অভিমান করে বসে।
ঘুষের ফাইলে আমি কেবল কমিশনটা খাই।
পার্সেন্টিজ কিংবা পার্টনারশীপে গেলে,
আমার জমে থাকা চেক বড্ড অভিমান করে বসে।
ডাক্তারের চেম্বারে আমি কেবল সিভিট খাই।
এক্সামিন কিংবা ডায়াগনস্টিকে গেলে,
আমার মেদে জমা শরীর বড্ড অভিমান করে বসে।
বাসায় ফিরলে আমি কেবল ভেজিটেবল খাই।
এসিডিক কিংবা কার্বোহাইড্রেড নিলে,
আমার ছিমছাম বিছানা বড্ড অভিমান করে বসে।