একটা শহরের বাতি নিভে যাবে
দাড়িয়ে থাকবে বোকা ল্যাম্পপোষ্ট
গড়িয়ে থাকবে কাঁচের ভাঙ্গা টুকরো
একটা নদীর স্রোত , একটা উঁচু পাহাড়
একটা স্টলে চলতে থাকবে চা… সাথে কিছু টোষ্ট
একটা গ্রামে বাজবে গ্রামোফোন
শুনবে কেউ রেডিও কিংবা টোন
ফুরিয়ে ভাঙ্গা ক্যাসেটের রিল
সাটারে দোকান, হেলানো গ্রীল
রেস্তরাতে পুড়বে কিছু চাপ… কিংবা কাবাব
আমি দেখি সব হলদেটে সাদা
কালো আর নীলে মলাট গাদা
আমি দেখি সব চকচকে সরু
ও প্রান্তে হীম এ প্রান্তে মরু
একটা পানশালায়… জাম্বিয়া ডি ব্লাস্ট।
এই নিভু নিভু নীল সন্ধ্যা
এই ধীরে ধীরে যাওয়া হাওয়া
এই মেতে মেতে উঠা আড্ডা
এই চুপি চুপি খাওয়া দাওয়া
এই বুঝি হারিয়ে এখনি… তোমাকে কাষ্ট।
পোষ্ট টোষ্ট ফোন টোন ব্লাস্ট কাষ্ট টেলিফোন
কুইজ পেইজ রিংগার লিটল মিডল ফিঙ্গার
হ্যালোজিন ঢেউটিন ভাইরাস এন্ড ভ্যাক্সিন
শট পট ব্রেক প্যাক এ্যাপেল এন্ড এক্স ম্যাক
ডিং ডং বিং টিং মিটিং
সেটেল সেটেল সিটিং
ইটস এ সং দ্যাট ইউ নেভার ফাইন্ড এনিথিং থ্রু লিরিক
এজ দিস কান্ট্রি ইউ নেভার গট এনি সিস্টেমেটিক কিক