আমি নিজেই তো নিজেকে ধোকা দেই,
মানুষের কথা কি আর বলব ?
বারবার নিজেকে প্রবোধ দেই,
দেই মিথ্যা আশ্বাস।
পৃথিবি’টা ছেড়ে আমি একদিন
পৌছে যাবো উপকূলে,
ভালোবাসা, জীবন ও আনন্দলোকের তাবৎ বিস্ময় ছেড়ে, তবুও
আমি নিজেকেই নিজে ধোকা দিই
মানুষের কথা কি আর বলব ?
ক্ষনিকের সুখানুভবে মুখোশের
ভিতরে মুখ লুকিয়ে
মিথ্যা ও বিষ বুদ্ধিময় কারুকার্যে
আমি নিজেই তো নিজেকে ধোকা দেই
মানুষের কথা কি আর বলব?
আমি স্র্রষ্টা কে ভুলে সৃষ্টির মোহে
মশগুল হই, মুনাজাত ধরতে ইবাদতে
যাই শান্তি সুখের প্রাপ্তির আশায়
আমি নিজেই তো নিজেকে ধোকা দেই
মানুষের কথা কি আর বলব?
2020-11-21