5/5 - (1 vote)

নিজের ইচ্ছায় কেউ ধর্ম বেছে নেয়নি
ধর্ম পরম্পরায় মা-বাবার কাছ হয়ে আসে,
নিজের মা-বাবা কেউ বেছে নেয়না
নিজের মর্জিমতো কেউ দেশও বেছে নেয়না, জন্মভূমিও না –
সব’ই যখন কেউ বেছে নেয়না-
তোমাকেও কি আমি বেছে নিয়েছি ! নেইনি-
অদ্ভুত এক অজানা খেয়ালে ঘটেছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments