আমি
আমি’তো দাড়িয়ে আছি মৃত্যুর পাশে
যখন থেকে দাঁড়াতে শেখেছি
তখন থেকেই শুয়ে আছি কবরে
যখন জেনেছি গন্তব্য’র শেষ মৃত্যু।
আমার অতিত বর্তমান ভবিষ্যৎ
তিন কাল কে এক করে আমি বলি অবেলা।
তবুও আকাশি আমায় স্বপ্ন দেখায়
বেলা অবেলার মাঝখানে দাঁড়িয়ে জিবনের
স্বাধ গ্রহনের আহ্বানধ্বনি হয়ে হাত বাড়ায়।
অথচ আকাশির দেখানো জিবনে আকাশ নেই
তার পদচিহ্ন পড়ার মতো মাটি নেই
সমুদ্র আছে ঢেউ নেই, নেই জোয়ারভাটা ,
পূর্নিমার আলো নেই,অমাবস্যার আঁধার নেই
এতো গুলো নাই’য়ের মাঝে স্বপ্ন দেখা ভুলে
আমি কবরের পাশে শুয়ে আকাশ দেখি
যেখানে মেঘ হয়ে আকাশি ভাসে
শুধু বৃষ্টি হয়ে ঝরে পড়ে না