অনেকেই বিশেষ কিছু মানুষের কাছ থেকে পাঠানো মেসেজ স্ক্রিনসর্ট দিয়ে রাখতে পছন্দ করে।
যারা ব্লেক মেইল বিরক্ত বা এই মেসেজগুলির মাধ্যমে তোমার কোনো ক্ষতি করার জন্য স্ক্রিনসর্ট দিয়ে মেসেজগুলি রাখে তারা হচ্ছে পরম শত্রু।
আর এমন মানুষও থাকে যে তোমার মেসেজগুলি স্ক্রিনসর্ট দিয়ে সযত্নে নিজ দায়িত্বে রাখে, তোমাকে ভাবে আর তোমার কথা মনে করে সেই স্ক্রিনসর্টগুলি দেখে দেখে মনে একটু শান্তি ভালোলাগা খুঁজে পায়।
সে তোমাকে কখনো এই স্ক্রিনসর্টগুলির দ্বারা তোমাকে কোনো ক্ষতির মুখে ফেলবেনা সে তোমার একমাত্র বন্ধু প্রেমিক ও সত্তিকারের ভালোবাসা 🙂