একুশ মানে বাংলা ভাষা মাতৃ ভাষার প্রাণ
একুশ মানে তুমার আমার ভাব প্রকাশের গান।
এই একুশের শহীদ ভাইদের জানাই শত প্রণাম
তুমাদের ভাই ভুলবনা কভু এই জানিয়ে দিলাম।
তুমরা থাকবে চিরজীবন হৃদয়প্রান্তরে
রাখব বানিয়ে তুমাদের কুটির আমাদের অন্তরে।
বাংলা মোদের মাতৃভাষা সবাই জেনে রাখো
আমরা আমাদের মা জননীকে কবু ভুলবনাকো–।
2022-05-21