মহাবিদ্যালয়ের গন্ডির মধ্যে এমন কছু প্রিয় মানুষদের সাথে পরিচয় হয় যে তারা কারোর কাছে খুব প্রিয় কলিজার টুকরা হয়ে থাকে।
যারা শত দূরে থাকলেও ভুলে গেলেও তাদের কখনো ভুলা যায়না। তাদের কথা মনে করে ভেবে ভেবে জীবন অতিবাহিত হয়ে যায়।
অথচ সেই বন্ধু প্রিয় কলিজার টুকরাদের ভুলা যায়না। হতে পারে তাদের মধ্যে কেউ ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, অথবা সহপাঠী…..!!!