আহা আমি আপ্লূত তোমার রক্তদানে,
তুমি থেকো চিরদিন আমার মন ও প্রাণে
ভালোবাসায় রাখবো আমি তোমায়,
শুধু যদি একটু, সুযোগ দাও আমায়
এভাবে মানুষকে ভালোবেসে মানুষের পাশে থেকো,
জীবনের পাতায় তোমার স্বপ্নের ছবি এঁকো
অনেক বড় হও জীবনে এই পার্থনা,
ছোট্ট একটা কবিতা দিয়ে করিলাম অভ্যর্থনা
ভালোবাসি আমি, তুমি ভালোবেসে যেও,
সমাজ সেবা অন্য সকল কাজের থেকে শ্রেয়
এই বলিয়া আমার লেখা শেষ করিলাম,
আবারও ভালোবাসি বলে বিদায় নিলাম।
2022-06-29