প্রিয় কলেজ অপেক্ষা করো আমি ফিরবো।
একদিন লকডাউন আর থাকবেনা, আমরা মুক্তি পাবো, খোলা হবে স্কুল কলেজ, তখন আমি আমরা সবাই আবার ফিরবো।
অপেক্ষা করো কলেজ প্রাঙ্গনে, সেই কাঠাল গাছ, লিচু গাছ, টপে রাখা সেই ফুল গাছ, অপেক্ষা করো।
আমি ফিরবো।
আমি ফিরবো আবার সেই বাইসাইকেল চালিয়ে, কলেজ প্রাঙ্গনে,।
আমায় দেখে অনেকে হাসবে, কাঁদবে, ঠাট্রা করবে, আমায় কতো প্রশ্ন করবে, আমি ফিরবো।
ফিরবো, অপেক্ষা করবো, দাড়িয়ে থাকবো, এদিক ওদিক তাকাবো, কখন আসবে সহপাঠীরা, স্যার, ম্যামরা, তাঁদের একটু মন ভরে দেখবো।
গুরুজনদের প্রণাম করবো, তাঁদের মুখ থেকে অনেক কথা শুনবো, জানবো, কলেজ চত্তরে ঘুরে ঘুরে দেখবো।
অপেক্ষা করো প্রিয় কলেজ
একদিন ঠিক ফিরবো,
যদি ছাত্র হয়ে না পারি
পাখি হয়েও ফিরবো একদিন।
2022-02-21