একদিন তুমি চলে যাবে অন্যকে নিয়ে
আমি থেকে যাবো স্মৃতিগুলো আগলে ধরে!
আমার স্মৃতির পাতাতে ভরে থাকবে শুধু তুমি
তখন তোমার কথা ভেবে রাত কাটিয়ে দেবো আমি।
হয়তো তখন তোমারও মনে পড়বে আমার কথা
আমি বেঁচে থাকবো বুকে নিয়ে হাজারও ব্যাথা।
গভীর রাতে উঠে তোমাকে নিয়ে লিখবো কবিতা
কল্পনায় ভাববো আমি ছিলাম ডলিমন আর তুমি নবিতা।
মনে করে বাল্যকালের স্মৃতি কথাগুলি
আমি ছিলাম পদ্ম তুমি কৃষ্ণকলি।
হারিয়ে যাবো তোমাকে নিয়ে এক স্বপ্নের সাগরে
জেগে উঠে দেখবো পড়ে আছি জড়িয়ে এক দুঃখের চাদরে।