তুমি ঘুমিয়ে পড়লে আমি দেখব তোমার ঘুম।
ঘুমের মধ্যে কিভাবে তোমার বুক উঠানামা করছে
তুমি শ্বাস নিচ্ছ প্রঃশ্বাস ফেলছো দেখা যায়না অথচ শুনতে পাই তার শব্দ।
তুমি ঘুমের মধ্যে হঠাৎ কখনো এপাশ কখনোবা ওপাশ হও, আমি জেগে থেকে তার সুবিধা অসুবিধা দেখবো।
মাঝে মাঝে যখন তোমায় ছুঁতে মন চাইবে তখন হালকা করে আমার হাতটা তোমার উপর রাখবো।
হঠাৎ তুমি নড়েচড়ে উঠলে আমি অনিচ্ছার বাহানা করে হাতটা সরিয়ে নেব।
তখনো আমি তোমায় দেখব, উপভোগ করবো তোমার ঘুম। অথচ আমার চোখেও ঘুম তবুও আমার ঘুম আসেনা, শুধু তোমায় প্রাণ ভরে দেখব বলে!