আসতে চাই না, তবুও আসতে হয়
এই আবাসের মায়া আর তোদের কাছে বার বার হেরে যাই।
জানি এখন আর আসার অধিকার নেই,
তবুও যেন এক পাহার সমান ভরসা,
আর এক সমুদ্র বিশ্বাসের উপর ভর করে আসা।
ভালবাসা আর সম্পর্কের কাছে যখন মানুষ হেরে যায়, তখন লজ্জার ভূমিকা সেখানে নিস্ক্রিয়,
আমিও তোদের কাছে হেরে যাওয়া সৈনিকের মত;
তাই আমি এখন আর লজ্জাবোধ করিনা।